এশিয়ান গেমসের মতো মহাদেশীয় আসরে বাংলাদেশের স্বর্ণজয়ের রেকর্ড শুধু ক্রিকেটই।
এশিয়ান গেমসের ওয়েবসাইট থেকে ক্রিকেট বাতিলের তথ্য পাওয়া গেছে। মূলত আয়োজক ইন্দোনেশিয়া যেসব ইভেন্ট আয়োজন করতে সমস্যা অনুভব করছে, সেগুলোই বাদ দেয়া হয়েছে। যার দরুন এশিয়ান গেমসের খরচ অনেকাংশে কমে যাবে। আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেট ছাড়াও বাদ পড়েছে সার্ফিং, স্কেটবোর্ডিং, সাম্বো, কুরাস, বেল্ট রেসলিং, জুজিৎসু, জেট স্কি, স্পোর্ট কাইম্বিং, প্যারাগ্লাইডিং, ব্রিজ ও উশু ইভেন্ট। এ বিষয়ে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের ডিরেক্টর জেনারেল হুসাইন আল-মুসাল্লাম বলেন, ‘আমরা আশা করছি এ পরিবর্তনের ফলে এশিয়ান গেমসের খরচ বেশ কমবে। মূলত আমরা সেসব খেলাধুলায় জোর দেয়ার চেষ্টা করেছি যেগুলো ইন্দোনেশিয়ায় জনপ্রিয়। ইন্দোনেশিয়ার আয়োজকরা আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারায় তাদের ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ অলিম্পিকের ২৮টি ইভেন্ট এশিয়ান গেমসে রাখার জন্য। যদিও সেগুলো ইন্দোনেশিয়ায় খুব একটা জনপ্রিয় নয়।’ এদিকে স্বর্ণজয়ের সম্ভাবনাময় ইভেন্ট ক্রিকেট বাদ পড়ায় হতাশা প্রকাশ করে সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আমরা পদক জিততে পারি বা না পারি সেটা ভিন্ন কথা। ক্রিকেট না থাকাটাই আমাদের জন্য হতাশাজনক। কারণ ইনচনে হারানো স্বর্ণপদকটা জাকার্তায় তো পুনরুদ্ধার হতে পারত। তারপরও দেখি। কারণ আমরা এখনও চিঠি পাইনি।’
সুত্র: যুগান্তর।

No comments:
Post a Comment