Monday, April 24, 2017

এশিয়ান গেমস থেকে ক্রিকেট বাদ : বাংলাদেশ হতাশ


এশিয়ান গেমসের মতো মহাদেশীয় আসরে বাংলাদেশের স্বর্ণজয়ের রেকর্ড শুধু ক্রিকেটই।


 গত এশিয়ান গেমসেও দুটি পদক এসেছে এ ইভেন্ট থেকে। কিন্তু আগামী বছর ইন্দোনেশিয়ার পালেমবাংয়ে যে ১৮তম এশিয়ান গেমসের আসর বসতে যাচ্ছে, তাতে ক্রিকেট নেই। ওই আসরে ইভেন্ট সংখ্যা ৪৯৩ থেকে কমিয়ে ৪৩১ করা হয়েছে। তাতে বাদ পড়েছে বাংলাদেশের একমাত্র সোনাজয়ী ডিসিপ্লিন ক্রিকেট। এতে হতাশ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজার কথায়, ‘অবশ্যই এটা হতাশাজনক খবর আমাদের জন্য। যদিও এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি আমাদের হাতে আসিনি।’



এশিয়া মহাদেশে ক্রিকেট জনপ্রিয় শুধু দক্ষিণ এশিয়ায়। কিন্তু এশিয়ান গেমসের মতো একটি বৃহৎ আসরে দক্ষিণ এশিয়ার তেমন প্রাধান্য নেই। বিশ্ব অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করবে আইসিসি। ঠিক সেই সময় এশিয়ান গেমস থেকে ক্রিকেট বাদ পড়ার খবর দক্ষিণ এশিয়ার টেস্ট ক্রিকেট খেলুড়ে চার দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীংলংকাকে হতাশ করেছে। বিশেষ করে এটি বাংলাদেশের জন্য খুবই হতাশার খবর। কেননা ক্রিকেট থেকে স্বর্ণ জয়ের আশা করে বাংলাদেশ। ২০১০ সালে চীনের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনা জয়ের টার্গেট নিয়ে অংশ নিয়েছিল মাশরাফির বাংলাদেশ। বৃষ্টির বাধায় পুরুষ দল ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকলেও রুপা জিতেছিল নারী ক্রিকেট দল। ইনচনে বৃষ্টি বাংলাদেশকে হতাশ করলেও এবার আয়োজক ইন্দোনেশিয়া যেন মাথায় আকাশ ভেঙে দিল।

এশিয়ান গেমসের ওয়েবসাইট থেকে ক্রিকেট বাতিলের তথ্য পাওয়া গেছে। মূলত আয়োজক ইন্দোনেশিয়া যেসব ইভেন্ট আয়োজন করতে সমস্যা অনুভব করছে, সেগুলোই বাদ দেয়া হয়েছে। যার দরুন এশিয়ান গেমসের খরচ অনেকাংশে কমে যাবে। আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেট ছাড়াও বাদ পড়েছে সার্ফিং, স্কেটবোর্ডিং, সাম্বো, কুরাস, বেল্ট রেসলিং, জুজিৎসু, জেট স্কি, স্পোর্ট কাইম্বিং, প্যারাগ্লাইডিং, ব্রিজ ও উশু ইভেন্ট। এ বিষয়ে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের ডিরেক্টর জেনারেল হুসাইন আল-মুসাল্লাম বলেন, ‘আমরা আশা করছি এ পরিবর্তনের ফলে এশিয়ান গেমসের খরচ বেশ কমবে। মূলত আমরা সেসব খেলাধুলায় জোর দেয়ার চেষ্টা করেছি যেগুলো ইন্দোনেশিয়ায় জনপ্রিয়। ইন্দোনেশিয়ার আয়োজকরা আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারায় তাদের ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ অলিম্পিকের ২৮টি ইভেন্ট এশিয়ান গেমসে রাখার জন্য। যদিও সেগুলো ইন্দোনেশিয়ায় খুব একটা জনপ্রিয় নয়।’ এদিকে স্বর্ণজয়ের সম্ভাবনাময় ইভেন্ট ক্রিকেট বাদ পড়ায় হতাশা প্রকাশ করে সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আমরা পদক জিততে পারি বা না পারি সেটা ভিন্ন কথা। ক্রিকেট না থাকাটাই আমাদের জন্য হতাশাজনক। কারণ ইনচনে হারানো স্বর্ণপদকটা জাকার্তায় তো পুনরুদ্ধার হতে পারত। তারপরও দেখি। কারণ আমরা এখনও চিঠি পাইনি।’



সুত্র: যুগান্তর।

No comments:

Post a Comment

বৃষ্টির আগে তামিম মাহমুদউল্লাহর ব্যাটিং

দীর্ঘ প্রস্তুতির পর কেউই আশা করেনি, শুরুটা হবে এমন! প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড, ৯ রানে কেন ২ উইকেট হারাতে হবে? শেষ পর্যন্ত অবশ্য সেটা ক...