Sunday, April 23, 2017

অনূর্ধ্ব-১৮ ফুটবল শুরু আজ




বিভাগের সেরা দল ও বিকেএসপিকে নিয়ে আজ শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ টুর্নামেন্টে আটটি দল দু’গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। এ-গ্রুপে রাজশাহী, বিকেএসপি, রংপুর ও ঢাকা এবং বি- গ্রুপের দলগুলো হল চট্টগ্রাম, বরিশাল, সাতক্ষীরা ও সিলেট। ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রত্যেকদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনালে যাবে। ৩০ এপ্রিল দুটি সেমিফাইনাল। ফাইনাল ৪ মে।
স্বাধীনতা জয়ী
সিনিয়র বিভাগ ফুটবল লীগে জিতেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারায় মহাখালী একাদশকে। বিজয়ী দলের জয় ১৯ মিনিটে একমাত্র গোলটি করেন।


সূত্র: যুগান্তর।

No comments:

Post a Comment

বৃষ্টির আগে তামিম মাহমুদউল্লাহর ব্যাটিং

দীর্ঘ প্রস্তুতির পর কেউই আশা করেনি, শুরুটা হবে এমন! প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড, ৯ রানে কেন ২ উইকেট হারাতে হবে? শেষ পর্যন্ত অবশ্য সেটা ক...