Sunday, April 23, 2017

জাপান গলফ ওপেনে নবম সিদ্দিকুর

জাপান প্যাসিফিক গলফ ওপেনের শেষ রাউন্ডে দুর্দান্ত খেলে জাপানের প্যানাসনিক ওপেনে নবম হয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। 
 

জাপানের এই প্রতিযোগিতায় গতবার ৭৪তম হয়েছিলেন সিদ্দিকুর। এবার নবম হয়ে এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার পেয়েছেন ৩৪ হাজার ৬৫২ ডলার। 
 
জাপানের চিবা কান্ট্রি ক্লাবের উমেসাতো কোর্সে রবিবার সাতটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে তিনজনের সঙ্গে যৌথভাবে নবম হন বাংলাদেশের এ কৃতি গলফার। 
 
প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে এক শট কম খেলেন। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ৩৭তম স্থানে উঠে আসেন তিনি। 
 
প্রায় ১৩ লাখ ৭০ হাজার ডলার প্রাইজমানির এই আসরের পারের চেয়ে ১১ শট কম খেলে টাইব্রেকারে সেরা হয়েছেন স্বাগতিকদের কুবোয়া কেনিচি। বাসস
 
 
ইত্তেফাক/ইউবি
 
সুত্র: ইত্তেফাক।

No comments:

Post a Comment

বৃষ্টির আগে তামিম মাহমুদউল্লাহর ব্যাটিং

দীর্ঘ প্রস্তুতির পর কেউই আশা করেনি, শুরুটা হবে এমন! প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড, ৯ রানে কেন ২ উইকেট হারাতে হবে? শেষ পর্যন্ত অবশ্য সেটা ক...