Wednesday, May 3, 2017

প্রস্তুতি ম্যাচে মুশফিকুরের দুর্দান্ত সেঞ্চুরি


আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলনটা ভালোভাবেই সাড়লো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতরাতে সাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে ডিউক অব নরফোকের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিকুর। তার অপরাজিত ১৩৪ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রানের পাহাড় গড়ে টাইগাররা।
 
জবাবে ১৮ ওভারে বিনা উইকেটে ১০১ রান তুলে ফেলে ডিউক অব নরফোক। এরপর বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
 
মুশফিকুরের ৯৮ বলের ইনিংসে ১৪টি চার ও ১টি ছক্কা ছিলো। মুশি ছাড়াও বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ৬৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৭৩ রান করেন। সৌম্যর সাথে ওপেনার হিসেবে খেলতে নেমে ৭টি চারে ৪০ বলে ৪৪ রান করেন ইমরুল কায়েস। এছাড়া নাসির হোসেন ৩০ বলে ২৬ ও মেহেদি হাসান মিরাজ ৩৪ বলে ৩১ রান করেন।
 
আগামী ৫ মে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশের মুখোমুখি হবে বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক।

No comments:

Post a Comment

বৃষ্টির আগে তামিম মাহমুদউল্লাহর ব্যাটিং

দীর্ঘ প্রস্তুতির পর কেউই আশা করেনি, শুরুটা হবে এমন! প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড, ৯ রানে কেন ২ উইকেট হারাতে হবে? শেষ পর্যন্ত অবশ্য সেটা ক...