Saturday, April 29, 2017

সাসেক্সে প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা




জুন মাসের প্রথম দিন থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বকাপের মতোই বড় পরিসরের আসর এটি। আসরের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে তিন জাতি ক্রিকেট সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরু হবে ১২ মে। সেই লক্ষ্যে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাসেক্সে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত সময় পাড় করছে টাইগাররা।
গত ২৬ এপ্রিল মধ্যরাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে মাশরাফি বাহিনী। দুবাইতে ট্রানজিট এরপর দীর্ঘ বিমান ভ্রমণ শেষে ২৭ তারিখ বিকাল নাগাদ লন্ডনে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিন বিশ্রাম নেয়ার পর শুক্রবার থেকেই অনুশীলনে নেমে পড়ে ক্রিকেটাররা। সাসেক্সের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডের ইনডোর এবং আউটডোরে প্রথম দিন শরীর গরম করে নিয়েছেন মাশরাফি, মিম, মুশফিকরা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের মধ্যে ১৬জন গিয়েছেন লন্ডনে। আইপিএল খেলার কারণে পেসার মুস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার সাকিব আল হাসান রয়ে গেছেন ভারতে। তাদের লন্ডনে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ৫ মে। এর আগে ৩ মে রাতে দেশে ফিরবেন মুস্তাফিজ। ৪ মে সকালে দেশে আসবেন সাকিব। এরপর ওইদিন রাতেই দু'জন একসঙ্গে আবার লন্ডনের উদ্দেশ্যে বিমানে উঠবেন।
বিসিবি থেকে সরবরাহ করা ছবিতে দেখা যাচ্ছে হোভের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডের ইনডোরে ওয়ার্মআপ করছেন ক্রিকেটাররা। এরপর কিছুক্ষণ নেটেও কাটান তারা। শুধু তাই নয়, সাসেক্সের সেন্ট্রাল উইকেটে নেট লাগিয়েও অনুশীলন করতে দেখা গেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলকে নিজেদের মাঠে অনুশীলনের সুযোগ করে দিতে পেরে দারুণ খুশি সাসেক্স কর্তৃপক্ষ। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে এক টুইট বার্তায় সাসেক্স জানিয়েছে, 'নরফক একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।'
সাসেক্সে ১০ দিনের ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে আবার ইংল্যান্ড ফিরবে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পর্যায়ক্রমে ইংল্যান্ড (১ জুন ওভালে), অস্ট্রেলিয়া (৫ জুন ওভালে) এবং নিউজিল্যান্ডের বিপক্ষে (৯ জুন কার্ডিফে) গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে মাশরাফির দল। এর আগে দু্ই প্রতিবেশী পাকিস্তান আর ভারতের সঙ্গে দুটি অনুশীলন ম্যাচ খেলারও কথা রয়েছে তাদের।
২০০৬ সালের পর বাংলাদেশ প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে। সেবার বাংলাদেশ খেলেছিল হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে। এবার মাশরাফির নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। মাশরাফি ছাড়া বাংলাদেশের বর্তমান স্কোয়াডের কেবল সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া বর্তমান দলটির বেশিরভাগ ক্রিকেটারেরই ইংল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই। এ কারণেই গাঁটের পয়সা খরচ করে টাইগারদের জন্য সাসেক্সে অনুশীলন ক্যাম্প করেছে বিসিবি।


সূত্র: যায়যায় ‍দিন।

মেসিরই হচ্ছে পিচিচি, গোল্ডেন বুট!


এটা পরে মাঠ দাপিয়ে বেড়ানো যায় না। এ জুতা পায়ে গলানোর কথাও আসলে ভাবা সম্ভব নয়। তবু ইউরোপের ‘সোনার জুতা’ পেতে সর্বস্ব ঢেলে দেন নামীদামি সব ফরোয়ার্ড। তবে এবার ইউরোপিয়ান গোল্ডেন শু-র দৌড়টা একটু একপেশে হয়ে উঠেছে। নাটকীয় কিছু না হলে এবার এ পুরস্কার লিওনেল মেসির দখলে প্রায় চলেই গেছে!
এক মাস আগেও দৌড়টা জমেছিল বেশ। কিন্তু মৌসুমের শেষ দিকে সব আগ্রহে জল ঢেলে দিয়েছেন মেসি। শুক্রবার রাত পর্যন্ত লিগে ৩০ ম্যাচে ৩৩ গোল করে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। লা লিগায় তাঁর পরেই আছেন বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ। তবে মেসির চেয়ে ১০ গোল কম করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও এগিয়ে আছেন ১৩ গোলে। তাই এ বছর পিচিচি ট্রফিটা (লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) একরকম বগলদাবা করে নিয়েছেন মেসি। তিন বছর ধরে যে পুরস্কারটা রোনালদো আর সুয়ারেজই নিয়ে নিচ্ছিলেন বারবার। এবার জিতলেই রোনালদোকে (তিনবারের পিচিচি বিজয়ী) টপকে ফেরেঙ্ক পুসকাসকে (চারবার) ধরে ফেলবেন মেসি। তাঁর সামনে থাকবেন শুধু হুগো সানচেজ, কুইনি, আলফ্রেডো ডি স্টেফানো (পাঁচবার) ও তেলমো জারা (ছয়বার)।
সে তুলনায় ইউরোপের সেরা হতে একটু অপেক্ষায় থাকতে হবে মেসিকে। মাত্র এক মাস আগেও এ দৌড়ে অপ্রত্যাশিতভাবে এগিয়ে ছিলেন স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের ডাচ স্ট্রাইকার বাস দস্ত। পর্তুগিজ লিগে ২৩ ম্যাচে ২৪ গোল করে ফেলেছিলেন দস্ত। ২৩ গোল নিয়ে পিছিয়ে ছিলেন মেসি। তাঁর সঙ্গে সমতায় ছিলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। সে তুলনায় রোনালদো পিছিয়ে ছিলেন না খুব একটা, ১৯ গোল ছিল রিয়াল ফরোয়ার্ডের। কিন্তু গত ১২ মার্চ রিয়াল বেটিসের বিপক্ষে গোল করার পর অবশেষে কাল লা লিগায় গোল পেয়েছেন রোনালদো।
এরপর জোড়া গোলের পসরা সাজিয়ে পাঁচ ম্যাচে ১০ গোল করেছেন মেসি। পর্তুগিজ প্রিমেরা লিগায় দস্ত করেছেন শুধু ৪ গোল। ফলে মেসি এগিয়ে গেছেন ৫ গোল কিংবা ১০ রেটিংয়ে। দস্তের (২৮ গোল) পর আছেন বরুসিয়া ডর্টমুন্ডের অবামেয়াং (২৭ গোল)। এডিনসন কাভানি ৩১ গোল করলেও যেহেতু ফরাসি লিগের রেটিং ১.৫, মেসির চেয়ে ১৯.৫ পয়েন্টে পিছিয়ে আছেন পিএসজি স্ট্রাইকার। তাই তিন বছর পর মেসির ইউরোপিয়ান শু জেতার সম্ভাবনাটা বেশ উজ্জ্বল। চতুর্থবারের মতো ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হয়ে সে ক্ষেত্রে রোনালদোকে ছুঁয়ে ফেলবেন মেসি।
চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনা ছিটকে গেলেও ব্যক্তিগত একটা অর্জন কিন্তু হাতছানি দিচ্ছে মেসিকে। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১১ গোল করেছেন মেসি। আর কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিকের পরও রোনালদোর গোল ৭। হাতে অন্তত দুই ম্যাচ পাচ্ছেন, তাতে রোনালদো ৪ গোল করতে না পারলে এবারের সর্বোচ্চ গোলদাতা মেসিই হচ্ছেন। 
সূত্র: মার্কা।

Wednesday, April 26, 2017

ইংল্যান্ড গেল টাইগাররা



সাসেক্সে অনুশীলন ক্যাম্প, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে বুধবার রাতে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দল। রাত সোয়া ১টায় এমিরেটসের বিমানে স্বপ্ন পূরণের পথে উড়াল দেন মাশরাফি-মুশফিকরা।দুই গুরুত্বপূর্ণ সিরিজের আগে বাংলাদেশ দল সাসেক্সে দশ দিনের ক্যাম্প করবে। এরপর আয়ারল্যান্ডে যাবে দল। সেখানে স্বাগতিক দল ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে মাশরাফির দল। ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ইংল্যান্ডে উড়াল দেবে।

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপপর্বে বাংলাদেশ খেলবে তিনটি ম্যাচ। ১, ৫ ও ৯ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপপর্বে ভালো করতে পারলে বাংলাদেশ সরাসরি সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। মূল মঞ্চে মাঠে নামার আগে বাংলাদেশ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। ম্যাচ দুটি হবে ২৭ ও ৩০ মে।
২০০৬ সালের পর বাংলাদেশ প্রথম চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে। সেবার বাংলাদেশ খেলেছিল হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে। এবার মাশরাফির নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। মাশরাফি ছাড়া বাংলাদেশের বর্তমান স্কোয়াডের কেবল সাকিব আল হাসানের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অভিজ্ঞতা আছে।
ইংল্যান্ডে যাওয়ার আগে বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ খেলেছেন জাতীয় দলের কেউ কেউ। 
ফ্লাইট বুধবার দিবাগত রাত সোয়া একটায় হওয়ায় প্রিমিয়ার লিগের ম্যাচটি খেলে যেতে পেরেছেন মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহরা।
আবার চতুর্থ রাউন্ডে জাতীয় দলের যেসব ক্রিকেটারের ম্যাচ বৃহস্পতিবার তাদের অবশ্য খেলার সুযোগ হলো না। তাই সুযোগ থাকছে না মোহামেডানের তামিম, মিরাজ, শুভাশিষ ও প্রাইম ব্যাংকের সাবি্বর, সৌম্য, রুবেলদের। আজ বৃহস্পতিবার ভিক্টোরিয়ার বিপক্ষে প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচ খেলাঘরের বিপক্ষে।
চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাবি্বর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাবি্বর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, শুভাশিষ রায়, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও নাসির হোসেন।



সূত্র: যায় যায় দিন 

নির্ভার মোস্তাফিজকে চান মাশরাফি


আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে মোস্তাফিজুর রহমান শুধু বিস্ময়ই উপহার দিয়ে গেছেন। কিন্তু সময়ের সঙ্গে মোস্তাফিজুর রহমান এখন মুদ্রার অন্য পিঠও দেখতে শুরু করেছেন। চোট থেকে ফিরে দলে নিয়মিত হয়েছেন গত বছরের একেবারে শেষ দিকে। কিন্তু দলে ফেরার পর আগের সেই মোস্তাফিজকে দেখা যাচ্ছে কোথায়!
নিউজিল্যান্ড সফরে বিশ্রাম নিয়ে নিয়ে খেলা মোস্তাফিজ দুই ওয়ানডেতে নিয়েছেন ৪ উইকেট, দুটি টি-টোয়েন্টিতে উইকেট মাত্র একটি। সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও মোস্তাফিজ-জাদু দেখা গেছে কমই। কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে আর ৬ এপ্রিল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভালো করলেও ওয়ানডে সিরিজে সাফল্য পাননি খুব একটা। ৩ ওয়ানডেতে ৬ উইকেট পেলেও শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা যে ২১ বছর বয়সী পেসারকে অনায়াসেই খেলেছেন, সেটি তাঁর ইকোনমি রেটই বলে দিচ্ছে—৬.৫৩। আইপিএলের অভিজ্ঞতাও এখন পর্যন্ত খুব একটা ভালো নয়। কালকের আগ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র এক ম্যাচ খেলে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
মিরপুরে মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলনেও কাল উঠল মোস্তাফিজ-প্রসঙ্গ। ওয়ানডে অধিনায়ক অবশ্য তাঁর পারফরম্যান্স নিয়ে তেমন বিচলিত নন, ‘ওর ক্যারিয়ারে এখন যা ঘটছে, এটাই স্বাভাবিক। আগে সে যা পেয়েছে, সেটা অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই চার-পাঁচ ম্যাচে ৩০ উইকেট পাওয়া অবিশ্বাস্য ব্যাপার! এখন তাকে কষ্ট করে উইকেট নিতে হবে। ওকে ব্যাটসম্যানরা পড়তে পারছে। সব দলে ভালো মানের কম্পিউটার বিশ্লেষক থাকে, তারা ওর শক্তির দিকগুলো বের করছে।’
২০১৬ সালের প্রায় পুরোটাই চোটের সঙ্গে লড়াই করেছেন মোস্তাফিজ। তবে কঠিন সময়ে ভেঙে পড়া নয়; মাশরাফি চান নির্ভার ক্রিকেট খেলুন মোস্তাফিজ, ‘ওর বয়সও বেশি নয়। খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সে। আমরা ওকে যদি চাপ দিই, ওর জন্য পরিস্থিতি আরও কঠিন হবে। ওকে নির্ভার রাখতে পারলে আমার মনে হয় আগামী ১০ বছরে সে বিরাট সম্পদ হবে।’
 সূত্র : প্রথম আলো

‘মানসিক যুদ্ধটা অনেক গুরুত্বপূর্ণ’

Add caption
সাসেক্স-আয়ারল্যান্ড-ইংল্যান্ড। প্রস্তুতি ক্যাম্প, তিন জাতি সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে সফরটা কম করে হলেও ৪৪ দিনের। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব পেরোতে পারলে সেটি লম্বা হবে আরও। দীর্ঘ এই সফরের উদ্দেশ্যে আজ রাতেই যাত্রা করবে বাংলাদেশ দল। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সফর-পূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক জানালেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে তাঁর দলের লক্ষে৵র কথা। আয়ারল্যান্ডে সেই লক্ষ্য ত্রিদেশীয় সিরিজ জয় পর্যন্ত বিস্তৃত। আর চ্যাম্পিয়নস ট্রফিতে? কঠিন গ্রুপে পড়েও অধিনায়ক আত্মবিশ্বাসী, মানসিক প্রস্তুতি ঠিক থাকলে ভালো কিছু হতে পারে সেখানেও। মাশরাফির সংবাদ সম্মেলনের চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে—
* তিন ধাপের সফর নিয়ে ভাবনা—
মাশরাফি বিন মুর্তজা: ক্যাম্পটা হবে প্রস্তুতির জন্য। আয়ারল্যান্ডে তো টুর্নামেন্ট বলতে পারেন। সেখান থেকে চ্যাম্পিয়নস ট্রফির উইকেট কতটা আলাদা হবে বলা যাচ্ছে না। শুনেছি আয়ারল্যান্ডে এখনো শীত। আর ইংল্যান্ডে মাত্র গ্রীষ্ম শুরু হয়েছে। আমার মনে হয়, দুই রকম আবহাওয়ায় উইকেটের আচরণও দুই রকম হবে। তার আগে ১০-১২ দিনের ক্যাম্প আমাদের খুব কাজে লাগবে। আমরা যদি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাস ঠিক রাখতে পারি, তাহলে আশা করি ভালোই হবে।
* চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বাস্তব সম্ভাবনা—
মাশরাফি: সফরটা খুব কঠিন হতে যাচ্ছে। প্রতিপক্ষগুলোর দিকে তাকালে মনে হয়, চ্যাম্পিয়নস ট্রফি এত সহজ হবে না। কিন্তু বলা যায় না; আমরা ওই কন্ডিশনে ইংল্যান্ডকে দুবার হারিয়েছি। কার্ডিফে অস্ট্রেলিয়াকেও একবার হারিয়েছি। আমার এখনো মনে হয়, এটা সম্ভব। আমরা কীভাবে মানসিক প্রস্তুতি নেব, তার ওপর অনেক কিছু নির্ভর করে। মানসিকভাবে প্রস্তুত হতে না পারলে ২০-২৫ দিনের প্রস্তুতি ক্যাম্পও তেমন একটা কাজে দেবে না।
* আয়ারল্যান্ডে তিন জাতি সিরিজে লক্ষ্য—
মাশরাফি: অবশ্যই জেতার লক্ষ্য থাকবে। জেতার জন্যই যেতে হবে। ওখানে জিততে পারলে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো কিছুর সুযোগ তৈরি হবে। নয়তো চাপ বেড়ে যাবে। মানসিক প্রস্তুতি ভালো না হলে সবকিছুই কঠিন হয়ে যাবে।
* প্রস্তুতি ম্যাচ নিয়ে চিন্তা—
মাশরাফি: প্রস্তুতি ম্যাচে জেতা ব্যাপার নয়। ব্যক্তিগতভাবে আমি যে জিনিসটা করতে চাই, তার প্রস্তুতি নিতে পারছি কি না, সেটা বড় ব্যাপার। ব্যর্থ হলেও প্রস্তুতি ম্যাচে কিছু আত্মবিশ্বাস পাওয়া যায়। আমি মনে করি, প্রস্তুতি ম্যাচে রান না এলে না আসবে। আমার সারা জীবন এটাই মনে হয়েছে, প্রস্তুতি ম্যাচে আমি যেন উইকেট না পাই। তবে যেটা করতে চাই, সেটা যেন হয়। আইসিসির টুর্নামেন্টে ২৫০ থেকে ৩৫০ রানের উইকেট দেওয়া হয়। এখানেও তেমন কোনো পার্থক্য থাকবে না। আমরা যদি মানসিকভাবে প্রস্তুত হতে পারি, শুরুর দিকে ভালো করতে পারি, তাহলে অনেক কিছুই হতে পারে। তবে আমরা এমন একটা গ্রুপে, যেখানে আসলেই আগে বলা সম্ভব নয় আমরা কত দূর যাব বা কী করব।
* ব্যক্তিগত ও দলীয় প্রত্যাশা—
মাশরাফি: পুরো দলেরই যে চিন্তাটা থাকা উচিত, তা হলো মানসিকভাবে দ্রুত প্রস্তুত হওয়া। আমার কাছে মনে হয় না ২০-২৫ দিনের প্রস্তুতি নিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। কিন্তু আমরা যদি মানসিকভাবে প্রস্তুত হতে পারি, তাহলে অনেক দূর এগোতে পারব। এখানে মানসিক যুদ্ধটা অনেক গুরুত্বপূর্ণ। বড় বড় দলের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলা—কিছুটা শীত থাকবে, গ্রীষ্মের শুরু যেহেতু—কাজটা সহজ হবে না। আমরা যদি সুস্থ থাকি এবং লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিতে পারি, তাহলে আশা করি ভালো খেলা হবে।
* গত কয়েকটি ওয়ানডে সিরিজে বাংলাদেশের সফলতা কমে আসা প্রসঙ্গে—
মাশরাফি: আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা আমরা হেরেছিলাম, সেটা চিন্তার বাইরে ছিল। শেষ পর্যন্ত আফগানিস্তান সিরিজ জিতলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হার কষ্টদায়ক ছিল। নিউজিল্যান্ডেও সুযোগ ছিল। আমি মনে করি, নিউজিল্যান্ড সফর থেকে আমরা নতুন একটা চ্যালেঞ্জের মধ্যে ঢুকেছি। দেশের বাইরে এখন আমাদের ভালো খেলতে হবে। ঘরের মাঠের সঙ্গে দেশের বাইরে আমাদের পারফরম্যান্স আকাশ-পাতাল ব্যবধান। অন্যান্য প্রতিষ্ঠিত দলের দিকে যদি তাকান, তারাও বেশির ভাগ অ্যাওয়ে ম্যাচই হারে। তবে আমার বিশ্বাস, আমাদের দলটা বিদেশের মাটিতে অন্য দলের চেয়ে অনেক দ্রুত সফল হবে।
* টানা সফরের ক্লান্তি প্রসঙ্গে—
মাশরাফি: এত লম্বা সফর আমরা এই প্রথম করছি না। একটা ভয় থাকে, সফরের শেষের দিকে আমরা হয়তো অবসাদে ভুগব। আগের ইতিহাস বলে, সফরের শেষের দিকে এমন হয়েছে, একটা সেশন খুব ভালো খেলেও পরের সেশনটা খুব খারাপ হয়েছে। আপনি গত বিশ্বকাপের দিকে তাকালে মনে হবে, আমরা হয়তো পুরো টুর্নামেন্ট ভালো খেলতে পেরেছিলাম। জয়ের ভেতরে ছিলাম, পয়েন্ট টেবিলে সব সময় এমন একটা অবস্থায় ছিলাম যে, আমরা ভালো জায়গায় যেতে পারি। সে জন্য হয়তো ক্লান্তির ব্যাপারটা সেভাবে আসেনি। আমার মনে হয়, শুরুর জয় ক্লান্তি অনেকটাই দূর করে দিতে পারে। আয়ারল্যান্ডে এটা হতে পারে। জয়ের ভেতরে থাকলে অনুভূতিটা খুব ভালো থাকে। দলে একসঙ্গে ১৭-১৮ জন থাকবে, তাদের একসঙ্গে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। একসঙ্গে সবার ভালো সময় যাবে না। 
* দলের মানসিক প্রস্তুতি—
মাশরাফি: কিছু জায়গায় আমাদের আরও দৃঢ় হতে হবে। ঠিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। খেলাটা ঠিকমতো বুঝতে হবে। ২৮০-২৯০ রান আমাদের ইংল্যান্ডে করতেই হবে। আবার যত ভালো বোলিংই করি, ২৮০ বা ৩০০ রানের লক্ষ্য আমাদের তাড়া করতে হবে। সেই মানসিকতা থাকতে হবে। খুব ভালো শুরুর পর নিজেকে সামলানো—এই ব্যাপারগুলো নিয়ে মানসিকভাবে প্রস্তুতি নিলে কাজটা সহজ হবে।
* অধিনায়ক হিসেবে ভাবনা—
মাশরাফি: অধিনায়ক হিসেবে আলাদা করে কোনো লক্ষ্য নেই। এখান থেকে আলাদা করে চাপ নেওয়ারও কিছু নেই। তবে এটা জানি, একদিন ওয়ানডে থেকেও আমাকে অবসর নিতে হবে।
সূত্র : প্রথম আলো

Tuesday, April 25, 2017

টেস্টে ১০ হাজারি রানের ক্লাবে ইউনিস খান


টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েই মাঠে নেমেছিলেন তিনি।আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের ব্যাটসম্যান ইউনিস খান। উইন্ডিজ বোলার রোস্টন চেজকে সুইপ করেই মাইলফলকটা ছুঁয়ে ফেলেন ইউনিস। জ্যামাইকার কিংস্টোনের সাবিনা পার্কের সবাইকে সাক্ষী রেখে প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের কীর্তি গড়লেন তিনি।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০ হাজার রানের এই এলিট ক্লাবে পা রাখেন ইউনিস। ৫টি চার ও ১টি ছয়ের মারে ৫৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। ১০ হাজার রানের কীর্তি গড়ার মুহূর্তটা ইউনিস উদযাপন করেন স্মিতহাস্যে, ব্যাট উঁচিয়ে, সতীর্থদের হালকা করতালির মধ্যে।
ক্যারিয়ারের ১৭ বছরে এসে, ১০ হাজার রানে পৌঁছলেন ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। যা করতে তিনি ২০৮টি ইনিংস খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন, বিদায়বেলায় এ এক অনন্য অর্জন হয়ে থাকল ইউনিসের জন্য।
টেস্ট ক্রিকেটে এযাবৎ ১০ হাজার রানের কীর্তি গড়েছেন ১৩ জন ব্যাটসম্যান। ইউনিস এদের মধ্যে ১৩তম ক্রিকেটার হলেও মাইলফলকে পৌঁছানোর দ্রুততায় তার স্থান ষষ্ঠ।
ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার এই ক্লাবে পা রাখতে খেলেছিলেন ২১২টি ইনিংস। গাভাস্কার ১৯৮৭ সালে টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান ছুঁয়েছিলেন।
১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই অনন্য অর্জনে নাম লিখিয়েছিলেন। এরপর একে একে এই দলে নাম লেখান আরও ১০ ক্রিকেটার। স্টিভ ওয়াহ, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, শিবনারায়ণ চন্দরপাল, জ্যাক ক্যালিস, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও অ্যালিস্টার কুক। ইএসপিএন ক্রিকইনফো।



সূত্র: ইত্তেফাক ।

দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব–মোস্তাফিজ






সাসেক্সে নয় দিনের অনুশীলন ক্যাম্প করতে বাংলাদেশ দল রওনা দেবে কাল রাত একটায়। আইপিএল খেলতে যাওয়া সাকিব আল হাসান দলের সঙ্গে যে কাল যাচ্ছেন না, আগেই জানা গেছে। তবে শোনা যাচ্ছিল আজ ফিরে দলের সঙ্গেই লন্ডনের বিমান ধরবেন মোস্তাফিজুর রহমান। কিন্তু বিসিবি ও মোস্তাফিজের পারিবারিক সূত্র জানিয়েছে, আপাতত আইপিএল থেকে ফিরছেন না বাঁহাতি পেসার। ফিরতে পারেন ৩ মে।
দেশে ফেরার পরের দিন বিকেলেই লন্ডনে রওনা দেওয়ার কথা মোস্তাফিজের। বাংলাদেশ দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবও তাঁর সঙ্গী হবেন। ভারত থেকে সাকিবের দেশে ফেরার কথা ৪ মে সকালে। ৩ মে পুনের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকায় এক দিন পর দেশে ফিরবেন সাকিব। দেশে ফিরে কয়েক ঘণ্টার বিরতি দিয়েই ধরবেন লন্ডনের বিমান।
মোস্তাফিজ ৩ মে ফিরলে আরও চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। ১১ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে পরদিনই মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ম্যাচটা খেলেছিলেন। ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর পরে টানা চার ম্যাচে আর সুযোগই পাননি গত আইপিএলের ‘সেরা উদীয়মান’ খেলোয়াড়। তাঁর জায়গায় খেলছেন অস্ট্রেলীয় পেসার ময়েজেস হেনরিকেস।
একই অভিজ্ঞতা হচ্ছে সাকিবেরও। এখনো পর্যন্ত একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ২১ এপ্রিল ইডেন গার্ডেনে পুনের বিপক্ষে সাকিব ৩ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। মোস্তাফিজের মতো তাঁর সামনেও আছে চারটি ম্যাচ খেলার সুযোগ। কলকাতার হয়ে নিয়মিত ওপেন করছেন সুনীল নারাইন। তবে একাদশে ঠাঁই পেতে ক্যারিবীয় এই অফ স্পিনারেরর চেয়ে কিউই পেসার কলিন ডি গ্রান্ডহোমের সঙ্গেই বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাকিবের।
সাকিব-মোস্তাফিজের মতো চন্ডিকা হাথুরুসিংহেসহ দলের পুরো কোচিং স্টাফ সাসেক্সেই যোগ দেবে দলের সঙ্গে।


সূত্র: প্রথম আলো।

Monday, April 24, 2017

এশিয়ান গেমস থেকে ক্রিকেট বাদ : বাংলাদেশ হতাশ


এশিয়ান গেমসের মতো মহাদেশীয় আসরে বাংলাদেশের স্বর্ণজয়ের রেকর্ড শুধু ক্রিকেটই।


 গত এশিয়ান গেমসেও দুটি পদক এসেছে এ ইভেন্ট থেকে। কিন্তু আগামী বছর ইন্দোনেশিয়ার পালেমবাংয়ে যে ১৮তম এশিয়ান গেমসের আসর বসতে যাচ্ছে, তাতে ক্রিকেট নেই। ওই আসরে ইভেন্ট সংখ্যা ৪৯৩ থেকে কমিয়ে ৪৩১ করা হয়েছে। তাতে বাদ পড়েছে বাংলাদেশের একমাত্র সোনাজয়ী ডিসিপ্লিন ক্রিকেট। এতে হতাশ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজার কথায়, ‘অবশ্যই এটা হতাশাজনক খবর আমাদের জন্য। যদিও এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি আমাদের হাতে আসিনি।’



এশিয়া মহাদেশে ক্রিকেট জনপ্রিয় শুধু দক্ষিণ এশিয়ায়। কিন্তু এশিয়ান গেমসের মতো একটি বৃহৎ আসরে দক্ষিণ এশিয়ার তেমন প্রাধান্য নেই। বিশ্ব অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করবে আইসিসি। ঠিক সেই সময় এশিয়ান গেমস থেকে ক্রিকেট বাদ পড়ার খবর দক্ষিণ এশিয়ার টেস্ট ক্রিকেট খেলুড়ে চার দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীংলংকাকে হতাশ করেছে। বিশেষ করে এটি বাংলাদেশের জন্য খুবই হতাশার খবর। কেননা ক্রিকেট থেকে স্বর্ণ জয়ের আশা করে বাংলাদেশ। ২০১০ সালে চীনের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনা জয়ের টার্গেট নিয়ে অংশ নিয়েছিল মাশরাফির বাংলাদেশ। বৃষ্টির বাধায় পুরুষ দল ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকলেও রুপা জিতেছিল নারী ক্রিকেট দল। ইনচনে বৃষ্টি বাংলাদেশকে হতাশ করলেও এবার আয়োজক ইন্দোনেশিয়া যেন মাথায় আকাশ ভেঙে দিল।

এশিয়ান গেমসের ওয়েবসাইট থেকে ক্রিকেট বাতিলের তথ্য পাওয়া গেছে। মূলত আয়োজক ইন্দোনেশিয়া যেসব ইভেন্ট আয়োজন করতে সমস্যা অনুভব করছে, সেগুলোই বাদ দেয়া হয়েছে। যার দরুন এশিয়ান গেমসের খরচ অনেকাংশে কমে যাবে। আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেট ছাড়াও বাদ পড়েছে সার্ফিং, স্কেটবোর্ডিং, সাম্বো, কুরাস, বেল্ট রেসলিং, জুজিৎসু, জেট স্কি, স্পোর্ট কাইম্বিং, প্যারাগ্লাইডিং, ব্রিজ ও উশু ইভেন্ট। এ বিষয়ে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের ডিরেক্টর জেনারেল হুসাইন আল-মুসাল্লাম বলেন, ‘আমরা আশা করছি এ পরিবর্তনের ফলে এশিয়ান গেমসের খরচ বেশ কমবে। মূলত আমরা সেসব খেলাধুলায় জোর দেয়ার চেষ্টা করেছি যেগুলো ইন্দোনেশিয়ায় জনপ্রিয়। ইন্দোনেশিয়ার আয়োজকরা আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারায় তাদের ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ অলিম্পিকের ২৮টি ইভেন্ট এশিয়ান গেমসে রাখার জন্য। যদিও সেগুলো ইন্দোনেশিয়ায় খুব একটা জনপ্রিয় নয়।’ এদিকে স্বর্ণজয়ের সম্ভাবনাময় ইভেন্ট ক্রিকেট বাদ পড়ায় হতাশা প্রকাশ করে সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘আমরা পদক জিততে পারি বা না পারি সেটা ভিন্ন কথা। ক্রিকেট না থাকাটাই আমাদের জন্য হতাশাজনক। কারণ ইনচনে হারানো স্বর্ণপদকটা জাকার্তায় তো পুনরুদ্ধার হতে পারত। তারপরও দেখি। কারণ আমরা এখনও চিঠি পাইনি।’



সুত্র: যুগান্তর।

মেসির জোড়া গোলে হারল রিয়াল

লিওনেল মেসির জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে এক অবিস্মরণীয় জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে রোমাঞ্চকর এই এল ক্লাসিকো ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা।

৩৩ মিনিটে দারুণভাবে একক চেষ্টায় বার্সায় নিজের ৪৯৯তম গোল করেন মেসি। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে রিয়াল সমতা ফেরায়। পরে পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা বার্সাকে রক্ষা করেন মেসি। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে জর্দি আলবার ক্রসে ৫০০তম গোল পূর্ণ করেন ২৯ বছর বয়সী। 

স্প্যানিশ লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে রিয়ালের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার সামনে। জিততেই হবে—এমন সমীকরণ নিয়েই সান্তিয়াগো বার্নাব্যুতে যায় বার্সেলোনা। মেসির জোড়া গোল আর  ইভান রেকিটিচের গোলে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটা দখল করল বার্সেলোনা।


সুত্র: সমকাল

Sunday, April 23, 2017

অনূর্ধ্ব-১৮ ফুটবল শুরু আজ




বিভাগের সেরা দল ও বিকেএসপিকে নিয়ে আজ শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ টুর্নামেন্টে আটটি দল দু’গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। এ-গ্রুপে রাজশাহী, বিকেএসপি, রংপুর ও ঢাকা এবং বি- গ্রুপের দলগুলো হল চট্টগ্রাম, বরিশাল, সাতক্ষীরা ও সিলেট। ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রত্যেকদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সেমিফাইনালে যাবে। ৩০ এপ্রিল দুটি সেমিফাইনাল। ফাইনাল ৪ মে।
স্বাধীনতা জয়ী
সিনিয়র বিভাগ ফুটবল লীগে জিতেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারায় মহাখালী একাদশকে। বিজয়ী দলের জয় ১৯ মিনিটে একমাত্র গোলটি করেন।


সূত্র: যুগান্তর।

ক্লাসিকো খেলা হচ্ছে না নেইমারের


নেইমার এল ক্লাসিকোতে খেলতে পারবেন, নাকি পারবেন না—পুরো ফুটবল বিশ্বই যেন প্রশ্নটির উত্তর শোনার অপেক্ষায় ছিল। ব্রাজিলের এই ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করেছিল বার্সেলোনা। তাদের সিদ্ধান্ত কী হয়, এ নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। কিন্তু সব আলোচনার অবসান ঘটিয়েছে বার্সেলোনাই। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের জন্য দেওয়া ১৯ সদস্যের দলে নেইমারকে রাখেননি বার্সা কোচ লুইস এনরিকে। 
বার্সা এর আগে জানিয়েছিল, বার্নাব্যু-যাত্রায় নেইমারও দলের সঙ্গী হবেন। আজ রাতের এল ক্লাসিকোর আগে এ নিয়ে মাঠের বাইরে উত্তাপও ছড়াচ্ছিল খুব। এ নিয়ে আইনের ঘোরপ্যাঁচও ছিল। তবে নিষিদ্ধ নেইমারকে ফেরানোর লড়াইয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে বার্সা। নেইমার এই মুহূর্তে লা লিগায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। লা লিগা কর্তৃপক্ষ এরই মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে করা বার্সার আবেদন নাকচ করে দিয়েছে। এরপরই নিয়ম অনুযায়ী বার্সা দ্বারস্থ হয়েছে স্পেনের ক্রীড়া আদালতের (টিএডি)।
বার্সার আইনজীবীদের দাবি, পরের শুক্রবার আসার আগ পর্যন্ত যদি টিএডি কোনো রায় না দেয়, আইন অনুযায়ী তখন পর্যন্ত নেইমারের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। ফলে এর মধ্যে নেইমারের খেলতে কোনো বাধা নেই। টিএডি রায় না দিলে নেইমার খেলতে পারবেন—এই হিসাব করেই নেইমারকে বার্নাব্যুতে নিয়ে যাওয়ার বিষয়ে ভাবছিল বার্সা।
তবে এই সুযোগে নিয়ে বার্সা যদি নেইমারকে খেলিয়ে ফেলত, এতেও দেখা দিত আইনের আরেক জটিলতা। পরে টিএডির রায় বার্সার বিরুদ্ধে গেলে কী হতো? নিষিদ্ধ খেলোয়াড়কে কোনো ম্যাচ খেলানোর ফল হচ্ছে ওই ম্যাচে যে দলই জিতুক না কেন, প্রতিপক্ষ দলকে জয়ী ঘোষণা করা হয় একটা নির্দিষ্ট গোল স্কোরে।
এ আইনের কথা মাথায় রেখেই হয়তো বার্সেলোনা ঝুঁকিটা নিতে চায়নি। নেইমারকে তাই আপাতত এল ক্লাসিকোতে খেলানো হচ্ছে না। তবে বার্সা তাঁকে লিগের পরের ম্যাচে পাওয়ার আশা এখনো ছাড়েনি বলেই মনে হচ্ছে। তিন ম্যাচের নিষেধাজ্ঞা দুই ম্যাচে কমে এলেও তো লাভ।

সূত্র: এএফপি, ফোরফোর টু।
সূত্র: প্রথম আলো।

জাপান গলফ ওপেনে নবম সিদ্দিকুর

জাপান প্যাসিফিক গলফ ওপেনের শেষ রাউন্ডে দুর্দান্ত খেলে জাপানের প্যানাসনিক ওপেনে নবম হয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। 
 

জাপানের এই প্রতিযোগিতায় গতবার ৭৪তম হয়েছিলেন সিদ্দিকুর। এবার নবম হয়ে এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার পেয়েছেন ৩৪ হাজার ৬৫২ ডলার। 
 
জাপানের চিবা কান্ট্রি ক্লাবের উমেসাতো কোর্সে রবিবার সাতটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে তিনজনের সঙ্গে যৌথভাবে নবম হন বাংলাদেশের এ কৃতি গলফার। 
 
প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে এক শট কম খেলেন। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ৩৭তম স্থানে উঠে আসেন তিনি। 
 
প্রায় ১৩ লাখ ৭০ হাজার ডলার প্রাইজমানির এই আসরের পারের চেয়ে ১১ শট কম খেলে টাইব্রেকারে সেরা হয়েছেন স্বাগতিকদের কুবোয়া কেনিচি। বাসস
 
 
ইত্তেফাক/ইউবি
 
সুত্র: ইত্তেফাক।

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব




বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। 
 
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন।
 
মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব ছাড়ার পর সাকিব আল হাসানের নামই সব থেকে বেশি আলোচনায় ছিল। 
 
আইপিএল খেলতে সাকিব আল হাসান এখন ভারতে অবস্থান করছেন। ভারতে বসেই তিনি এ সুসংবাদ পেলেন।
 
ইত্তেফাক/ইউবি

চ্যাম্পিয়নস ট্রফিতে যাদের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ

আগামী ১ জুন পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। আর প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। 


এর আগে ২৭ মে পাকিস্তানের বিপক্ষে এবং  ৩০ মে ভারতের বিপক্ষে  প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  
 
চূড়ান্ত পর্বে আগামী ১ জুন খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয়  ম্যাচে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
 
ইত্তেফাক/ইউবি

Friday, April 21, 2017

পাকিস্তান জুলাইয়ে, অস্ট্রেলিয়া আগস্টে আসছে

বিশেষ সংবাদদাতা : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)  একটার পর একটা অজুহাতের পরও অনিশ্চয়তা কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরকালেই পিসিবি সভাপতি শাহরিয়ার খানের সঙ্গে আলোচনার টেবিলে বসে  পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এ খবর পুরোনো।  তবে শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশের হাই পারফরমেন্স স্কোয়াড পাকিস্তান সফরে প্রেরনের বিপরীতে পাকিস্তান ক্রিকেট দলকে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পাঠানোর আগ্রহ প্রকাশ করার পাশে বিকল্প  হিসেবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শ্রীলংকায় আয়োজনের প্রস্তাবের কথা মিডিয়াকে জানিয়েছিলেন পিসিবি সভাপতি।

 তবে শেষ পর্যন্ত ক্রিকেট কুটনীতিতে জয় হয়েছে বিসিবি’র। শ্রীলংকা নয়, বাংলাদেশেই টানা তৃতীয়বার পূর্নাঙ্গ সিরিজ খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরসূচী চূড়ান্ত করেছে বিসিবি। ৩ ম্যাচের ওয়ানডে,১টি টি-২০ এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৯ জুলাই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। এক মাসের সফর শেষে ফিরে যাবে তারা ৮ আগস্ট। ইতোমধ্যে দ্বি-পাক্ষিক আলোচনায় ম্যাচ সমূহের তারিখ এবং ভেন্যু  চূড়ান্ত হয়েছে। আজ বিসিবি’র পরিচালনা পরিষদকে তা অবহিত করবে ক্রিকেট অপারেশন্স কমিটি।
এই সফরে নির্ধারিত আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকছে একটি ওয়ানডে অনুশীলন ম্যাচ। ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজটি, আগামী ১৪,১৬ও ১৯ জুলাই অনুষ্ঠেয় তিনটি ওয়ানডে ম্যাচকে সামনে রেখে ১২ জুলাই বিকেএসপিতে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠোন্নয়নের কাজের কারনে হোম অব ক্রিকেট বাদ দিয়েই ভেন্যু ঠিক করতে হয়েছে বিসিবিকে। তবে ফতুল্লাকে নির্ধারিত রেথে দ্বিতীয় ভেন্যুটি এখনো নির্ধারিত করতে পারেনি বিসিবি। ওয়ানডে সিরিজের প্রথম ২টি ম্যাচ (১৪ ও ১৬ জুলাই) অনুষ্ঠিত হবে ফতুল্লায়। সিরিজের শেষ ম্যাচটি (১৯ জুলাই)   চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেটের মধ্যে একটিতে আয়োজন করতে চায় বিসিবি। একমাত্র টি-২০ ম্যাচ (২১ জুলাই)  এবং প্রথম টেস্টের ( ২৬-৩০ জুলাই) জন্যও এই দু’টি ভেন্যুর মধ্যে একটিকে বেছে নিবে বিসিবি। সফরের  শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ফতুল্লায় (৩-৭ আগস্ট)। 


এদিকে ২০১৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর নিরাপত্তা ইস্যুতে স্থগিত করে সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত এ বছরের আগস্টে স্থগিত থাকা ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। টেস্ট সিরিজ বাদ দিয়ে বিকল্প প্রস্তাব হিসেবে ভারত সফরকে সামনে রেখে অক্টোবরে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ খেলতে চেয়ে বিসিবি’র প্রশ্নের মুখে পড়ে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে  ক’দিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার  ওয়েবসাইটে সফরের ২টি টেস্ট এক ভেন্যুতে খেলার সম্ভাবনার কথা জানালেও শেষ পর্যন্ত টেস্ট ২টি দুই ভেন্যুতে (ঢাকা এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)  অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকার ভেন্যুটি এখনো নির্ধারিত হয়নি। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আলোচনা করে খসড়া সফরসূচী  তৈরি করেছে বিসিবি। ২ টেস্ট খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এই সফরসূচী শুরু হবে চট্টগ্রাম দিয়ে। টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ২২ থেকে ২৪ আগস্ট চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের অনুশীলন ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২৭ থেকে ৩১ জুলাই প্রথম টেস্টটির ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৪ থেকে ৮ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি হবে ঢাকায়।


সুত্র: ইনকিলাব।

টাইমের সেরার তালিকায় শুধু নেইমার




এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার কে? উত্তরটা দেওয়ার আগে একটু ভেবে নিন, চট করেই লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম বলতে যাবেন না। তাঁদের কেউ নন, সময়ের সবচেয়ে প্রভাবশালী ফুটবলারের নাম নেইমার। বিশ্বখ্যাত সাময়িকী টাইম নির্বাচিত বিশ্বের ১০০ প্রভাবশালী মানুষের তালিকায় যে একমাত্র ফুটবলার হিসেবে জায়গা পেয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।


নেইমার ছাড়া তালিকায় স্থান পেয়েছেন ক্রীড়াজগতের আরও ছয়জন। তাঁদের মধ্যে ২০১৬ রিও অলিম্পিকে চারটি সোনাজয়ী নারী জিমন্যাস্ট সিমোন বাইলস ও বাস্কেটবল তারকা লেব্রন জেমসও আছেন।
নেইমারকে কেন বেছে নেওয়া হলো, তা নিয়ে টাইম সাময়িকীতে লিখেছেন ডেভিড বেকহাম। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, ‘নেইমারের মতো ফুটবলার এক প্রজন্মে একজনই আসে।’
নেইমার যে খুব শিগগির মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাবেন, তা নিয়েও কোনো সংশয় নেই বেকহামের। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার মনে করেন বিশ্বসেরা হওয়ার প্রথম পদক্ষেপটা নেইমার এবারের চ্যাম্পিয়নস লিগে দিয়ে ফেলেছেন, ‘আমার মনে হয়, এবারের চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট-জার্মেইয়ের বিপক্ষে দলকে ৬-১ গোলে জেতাতে নেইমারের ভূমিকাকে বিশ্বসেরা হওয়ার পথে তার প্রথম পদক্ষেপ হিসেবেই সবাই দেখবে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো নতুন প্রতিদ্বন্দ্বী পেয়ে গেল। (বিশ্বসেরা হতে) প্রস্তুত নেইমার।’ এএফপি, টাইম।

সুত্র: প্রথম আলো।

প্রথম ম্যাচে বিবর্ণ সাকিব, হারল কেকেআর


আইপিএল এর ২৩ তম ম্যাচে গুজরাট লায়ন্সের কাছে ৪ উইকেটে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচের মধ্যদিয়েই আইপিএলের দশম আসরে মাঠে নামার সুযোগ হয় বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাটিংয়ে নেমে মাত্র এক বল খেলে ১ রান সংগ্রহ করেছিলেন তিনি। বোলিংয়ে শুরুতে সুযোগ পেলেও ওই ওভারে দিয়েছেন ৯ রান। তবে বোলিংয়ের উদাহরণ দিয়েছেন পরের দুই ওভারে। দ্বিতীয় ওভারে ১৫ ও তৃতীয় ওভারে দেন আরও ১০ রান। মোট ৩১ রান দিলেও ঝুলিতে ছিল না তার কোনও উইকেট। কলকাতার পরাজয়ের দিনে সাকিবের আইপিএল শুরুটা বিবর্ণ হল।
 
ইডেন গার্ডেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুজরাট। মূলত টপ অর্ডার ব্যাটসম্যানরা গুজরাট লায়ন্সকে জিতিয়েছে। বিশেষ করে বললে বলতে হবে অধিনায়ক সুরেশ রায়নার অবদানের কথা।
 

 
ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন তিনি। ৪৬ বলে ৮৪ রান করে আউট হন। তার ইনিংসে ৯টি চারের পাশাপাশি ৪টি ছক্কার মারও ছিল। এ ছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারোন ফিঞ্চ ১৫ বলে ৩১ ও ব্রেন্ডান ম্যাককালাম ১৭ বলে ৩৩ রান করেন। অপরাজিত ১৯ রান করেন রবীন্দ্র জাদেজা। তাতে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় গুজরাট।
 
বল হাতে কলকাতার সব বোলারই মার খেয়েছেন। তারপরও ২টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ও নাথান কাল্টার নীল। ১টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও উমেশ যাদব। সাকিব আল হাসান ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। তার সঙ্গে ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সুনীল নারিন।
 

 
নারিন অবশ্য ব্যাট হাতে পুষিয়ে দিয়েছেন। টস হেরে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে ১৭ বলে ৯ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৪২ রান করেন। তার পরে রবীন উথাপ্পা ৪৮ বলে ৭২ রান করেন। তার সঙ্গে গৌতম গাম্ভীরের ৩৩ ও মানিষ পান্ডের ২৪ রানে ভর করে ১৮৭ রানের সংগ্রহ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু গুজরাটের টপ অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায় এই রানও জেতার জন্য যথেষ্ট ছিল না।
 
শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গুজরাট। অথচ এই দলটির বিপক্ষেই এই আসরে শুরুতে বিশ্বরেকর্ড গড়ে জিতেছিল কেকেআর। কলকাতারই ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিল ফিরতি ম্যাচে। ম্যাচসেরা নির্বাচিত হন গুজরাট লায়ন্সের সুরেশ রায়না। ইএসপিএন ক্রিকইনফো।
 সুত্র: ইত্তেফাক।

মাশরাফি বললেন সেরা দল

চ্যাম্পিয়ন্স ট্রুফি এবং আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য সম্ভাব্য সেরা দলই পেয়েছেন বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এখন মাঠে নিজেদের কাজটা করে দেখাতে চান বাংলাদেশ অধিনায়ক। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন নাসির হোসেন। এই অফ-স্পিনিং অলরাউন্ডারের অবশ্য জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রুফির দলে। দু’দলেই ফিরেছেন পেসার শফিউল ইসলাম।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন যখন দল ঘোষণা করছিলেন তখন বিকেএসপির তিন নম্বর মাঠে খেলছিলেন মাশরাফি। নাসিরের দল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আট উইকেটে হেরেছে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচ শেষে দল নিয়ে কথা বললেন মাশরাফি। ‘আমার মনে হয় সবাই ভেবেচিন্তেই দল করেছেন। একটু আগে দল দেখলাম। সম্প্রতি যারা খেলেছে, তারাই আছে। নাসির ঢুকেছে। সবার জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, সম্ভাব্য সেরা দলই হয়েছে। বাকি কাজ আমাদের। সেখানে গিয়ে আমাদের ভালো খেলতে হবে।’ বলেছেন মাশরাফি। সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করতে বুধবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। ক্যাম্প শেষে বাংলাদেশ আয়ারল্যান্ডে যাবে ৭ মে। সেখানে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট। ২৪ মে টুর্নামেন্টে শেষ ম্যাচ খেলে পরদিন ইংল্যান্ড ফিরবে দল। সেখানে ১ জুন শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রুফি অভিযান। ‘অনেকদিন পর ওই ধরনের কন্ডিশনে খেলব। আমার মনে হয়, প্রস্তুতিতে সাসেক্সের ক্যাম্প এবং আয়ারল্যান্ড সফর কাজে লাগবে। ওই কন্ডিশনে আমরা কতটা কেমন খেলতে পারি, সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে। আয়ারল্যান্ডে এখন ঠাণ্ডা আর ইংল্যান্ডে গ্রীষ্মকাল। উইকেট একটু ডিফারেন্ট হতে পারে।’
ভালো লাগছে শফিউলের
‘বিপিএল দিয়ে ছন্দে ফিরেছিলাম, হঠাৎ চোট না পেলে’ ... কথা থামিয়ে শফিউল ইসলাম যেন ভাবছিলেন কী হতে পারত। চোট কাটিয়ে ওঠার পর সেই ছন্দ ধরে রেখেছেন, উতরে গেছেন ফিটনেস পরীক্ষায়ও। এখন মাঠে নিজেকে মেলে ধরতে প্রস্তুত ডানহাতি এই পেসার। বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলার সময় চোট পান শফিউল। তার চোটে আরেক পেসার রুবেল হোসেন সুযোগ পেয়েছিলেন নিউজিল্যান্ড সফরে। চোট থেকে সেরে ওঠার পরও শফিউলকে শ্রীলংকা সফরে পাঠানো হয়নি। সেখানে প্রচণ্ড গরমে এই পেসার টানা ম্যাচ খেলতে পারবেন কিনা এ নিয়ে সংশয় ছিল। আয়ারল্যান্ড-ইংল্যান্ডে সেই গরম নেই। এবার তাই জায়গা পেতেও কোনো সমস্যা হয়নি। ‘দলে ফিরে ভালো লাগছে। প্রতিটি সিরিজের আগেই অঘটন ঘটে। এখন সুস্থ আছি। ভালো লাগছে। বিপিএল থেকে একটা ছন্দে চলে এসেছি। আগের ছন্দটা ফিরে পেয়েছি। এটা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে,’ বলেছেন শফিউল।


সূত্র: যুগান্তর 

চার পেসার নিয়ে অস্ট্রেলিয়া দল

চার পেসার নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রুফির জন্য দল ঘোষণা করেছে ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের নেতৃত্বে ১৫ সদস্যের এ দলে জায়গা পেয়েছেন চোট পাওয়া মিশেল স্টার্ক ও ক্রিস লিন। তবে পড়তি ফর্মের কারণে ডাক পাননি জেমস
ফকনার। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রুফির দলে ডাক পেয়েছেন জেমস প্যাটিনসন। ২০১৫ সালের সেপ্টেম্বরে শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে দুর্দান্তরূপে মাঠে ফিরেছেন অসি এই তারকা। পেস বিভাগে অস্ট্রেলিয়ার বাকি তিন সদস্য মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজলউড।

আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পান ক্রিস লিন। আইপিএলের বাকি সময়ে তার খেলা নিয়ে শঙ্কা থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রুফির দলে আছেন এই ব্যাটসম্যান। অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন ময়েস হেনরিক্স, মার্কুস স্টোইনিস ও জন হেস্টিংস। স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, ময়সেস হেনরিকস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিশেল স্টার্ক, মার্কুস স্টয়নিস, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।
সূত্র: যুগান্তর 

আয়ারল্যান্ড সফরে নাসির শফিউল ফিরলেন


চ্যাম্পিয়ন্স ট্রুফির দলে ঠাঁই হল না নাসির হোসেনের। তবে আয়ারল্যান্ডে

ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ দলে রাখা হয়েছে তাকে। আর চ্যাম্পিয়ন্স ট্রুফির দলে স্ট্যান্ডবাই হিসেবে

রয়েছেন তিনি। এদিকে ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রুফির দলে ফিরেছেন শফিউল ইসলাম। দলে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান, পেসার শুভাশিস রায় এবং অলরাউন্ডার শুভাগত হোমের। সর্বশেষ শ্রীলংকা সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে ছিলেন তারা। নাসিরের মতো নুরুল হাসান এবং শুভাশিসও আয়ারল্যান্ড সফরের দলে আছেন। আর স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রুফির দলে। দু’দলের কোনোটিতে নেই শুভাগত। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন তার বাদ পড়া প্রসঙ্গে বলেন, ইংলিশ কন্ডিশনে স্পিনারের প্রয়োজন কম বলেই শুভাগতের জায়গা হয়নি দলে। বৃহস্পতিবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড সফরের জন্য ১৮ জন এবং চ্যাম্পিয়ন্স ট্রুফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টের আগে বাংলাদেশ দল সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে। মাশরাফি মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ দল দেশ ছাড়বে ২৬ এপ্রিল। এদিকে শ্রীলংকা সফরে টি ২০ খেলা মোহাম্মদ সাইফউদ্দিনও স্ট্যান্ডবাই হিসেবে ইংল্যান্ড যাবেন। ২৭ বছর বয়সী পেসার শফিউল শেষবার ওডিআই খেলেছেন গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে। এবার বিপিএলে ইনজুরির শিকার হন তিনি। ৫৬ ওডিআইতে ৬৩ উইকেট নেয়া শফিউল সম্পর্কে মিনহাজুল বলেন, এই পেসার সব সময় তাদের পরিকল্পনায় ছিলেন। কিন্তু চোটাক্রান্ত হওয়ায় তাকে দলের বাইরে থাকতে হয়েছে।

নুরুল হাসান ও শুভাশিস কোনো ওডিআই খেলেননি শ্রীলংকায়। এদিকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার পেলেন নাসির। যিনি গত বছর অক্টোবরে শেষবার বাংলাদেশের হয়ে খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড, ভারত এবং শ্রীলংকা সফরের জন্য বিবেচিত হননি তিনি। ইমার্জিং এশিয়ান কাপে সম্প্রতি খেলেছেন নাসির। ঢাকা প্রিমিয়ার লীগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে শতক হাঁকিয়েছেন। বর্তমানে আইপিএলে খেলার জন্য ভারতে রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব আগামী ৪ মে যোগ দেবেন দলের সঙ্গে। আর মোস্তাফিজুর ২৫ এপ্রিল দেশে ফিরে সাসেক্সের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১২ মে। উদ্বোধনী দিন স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রুফি ২০১৭ শুরু হবে ১ জুন। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।
সূত্র: যুগান্তর 

Wednesday, April 19, 2017

গোলশূন্য ড্রয়ে বার্সেলোনার বিদায়

ন্যু ক্যাম্পে আজ রাতটা মেসির ছিল না। ছবি: এএফপিনাহ্! প্রতিদিন অলৌকিক কিছু ঘটে না। প্রতিটি দলই পিএসজির মতো ভুল করে না। মেসি-নেইমার-সুয়ারেজরা প্রতিদিনই আসুরিক শক্তিতে জ্বলে উঠতে পারেন না, যেমনটি তাঁরা পিএসজি ম্যাচে জ্বলে উঠেছিলেন। ইতিহাসও প্রতিদিন গড়া যায় না। যায় না বলেই চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিদায় ঘটে গেল কোয়ার্টার ফাইনাল থেকেই। এক সপ্তাহ আগে তুরিনে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হেরেই বার্সেলোনার বিদায়ঘণ্টা বাজতে শুরু করেছিল। বাকি ছিল কেবল দ্বিতীয় লেগের আনুষ্ঠানিকতা। অলৌকিক কিছুর অপেক্ষা। আজ ন্যু ক্যাম্পে সেই আনুষ্ঠানিকতা, সেই অপেক্ষার শেষ হলো। জুভেন্টাস উঠে গেল শেষ চারে। ম্যাচের স্কোরলাইন ০-০ হওয়ায় ৩-০ গোলের ব্যবধানেই বার্সাকে টপকে ইউরোপসেরা হওয়ার লড়াইয়ে শেষ চারে জুভেন্টাস।

বার্সেলোনাকে ম্যাচটি জিততে হতো ৪ গোলের ব্যবধানে। এটিই ছিল সেই বহু আলোচিত অলৌকিকতা। পিএসজির সঙ্গে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ৪-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে ৬-১ গোলে জিতে মেসিরা অলৌকিকভাবেই শেষ আটে জায়গা করে নিয়েছিল। পিএসজি সেদিন যে ভুলগুলো করেছিল, আজ জুভেন্টাস সেই ভুলগুলো এড়িয়েই করল বাজিমাত।
ম্যাচটা দুর্দান্তই খেলেছে বার্সা। আক্রমণের পর আক্রমণ করে জুভেন্টাসের রক্ষণভাগকে ব্যতিব্যস্তই রেখেছিল তারা। কিন্তু জর্জো কিয়েলিনি, দানি আলভেস, লিওনার্দো বনুচ্চিদের নিয়ে গড়া জুভেন্টাসের রক্ষণ চাপটা সামলেছে বেশ ভালোভাবেই। গোলের সুযোগ যে আসেনি, সেটি বলা অন্যায় হবে। সুযোগ এসেছিল। বেশ কয়েকটি সুযোগই এসেছিল কিন্তু মেসি-নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তারা সে সুযোগগুলো যে কাজে লাগাতে পারেননি। ১৭ মিনিটে মেসির লম্বা থ্রুতে জরদি আলবা যদি পা ছোঁয়াতে পারতেন! ১৯ মিনিটে মেসির শট যদি অল্পের জন্য বাইরে দিয়ে না যেত! ৬৬ মিনিটে মেসিই তো কত সহজ সুযোগটা হাতছাড়া করলেন! সার্জি রাবার্তো গোল মিস করলেন। দারুণ জায়গা থেকে পাওয়া দুটি ফ্রি কিক মেসি যদি লক্ষ্যে রাখতে পারতেন! এ সবের কিছুই হয়নি। নিজেদের রক্ষণে জুভেন্টাস যেন বাধার দেয়াল তৈরি করে রেখেছিল। শেষ পর্যন্ত লড়াই করেও তাই লুইস এনরিকের দলের বিদায় হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই।

বার্সেলোনা আজ গোটা ম্যাচে গোলে শট নিয়েছে ১৯টি। কিন্তু লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি। জুভেন্টাসের সাফল্য ছিল তারা বার্সেলোনাকে জায়গা করে দেয়নি। বার্সেলোনার প্রতিটি গোলের প্রচেষ্টাই ছিল কিছুটা দুরূহ কোণ থেকে। এই ম্যাচের আগে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ৪ ম্যাচে বার্সেলোনার গোল সংখ্যা ছিল ২১টি। জুভেন্টাসের রক্ষণের শক্তিটা বোঝা যাবে এখানেই। কিয়েলিনি কিংবা বনুচ্চি—দুজনেই দুর্দান্ত ছিলেন আজ। কিন্তু গোটা দলটাকেই একটা দেয়ালের সঙ্গে তুলনা করা যেতেই পারে। বার্সেলোনা তাদের সর্বস্ব দিয়েই আক্রমণে ঝাঁপিয়েছে। কিন্তু মেসি-নেইমার-সুয়ারেজদের আক্রমণভাগের বিপক্ষে দুই ম্যাচ মিলিয়ে ১৮০ মিনিট গোল না–খাওয়া জুভেন্টাস সেমিফাইনালে খেলছে নিজেদের শক্তিমত্তা সবাইকে জানিয়েই। গত ৫০টি ম্যাচে এটি বার্সেলোনার প্রথম গোলশূন্য ড্র।

বৃষ্টির আগে তামিম মাহমুদউল্লাহর ব্যাটিং

দীর্ঘ প্রস্তুতির পর কেউই আশা করেনি, শুরুটা হবে এমন! প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড, ৯ রানে কেন ২ উইকেট হারাতে হবে? শেষ পর্যন্ত অবশ্য সেটা ক...